অামাদের সম্পর্কে জেনে নিন।

Table of contents
  • এই ব্লগের উদ্দেশ্য কী?
  • স্পেনিশ ভাষা কী?
  • কতটা সহজ ভাষাটি?
  • এই ব্লগের উদ্দেশ্য কী?

    এই ব্লগটি ৭ই মে, ২০২১ এ তৈরি করেন প্রান্তিক সরদার স্নিগ্ধ।এই ব্লগটি মূলত তৈরি করা হয়েছে স্পেনিশ ভাষা সহজ ও সাবলীলভাবে শেখানোর জন্য।এই ব্লগে প্রান্তিক সরদার কর্তৃক লিখিত সমস্ত পোস্ট ছাড়া হয়।


    স্পেনিশ ভাষা কী?

    স্পেনিশ ভাষা হলো ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের একটি অন্যতম ভাষা।ভাষাটি লেখা হয় ল্যাটিন লিপিতে। এই ভাষাটি বিশ্বের স্পেন, দক্ষিণ অামেরিকা এবং উত্তর অামেরিকার দক্ষিণাংশে প্রচলিত।এই ভাষায় বিশ্বে বর্তমানে ৪০কোটি মানুষ এই ভাষায় কথা বলে।[]


    কতটা সহজ ভাষাটি?

    স্পেনিশ দেখতে যতটা সহজ, শেখাটাও তার চেয়ে বেশি সহজ।এই ভাষাটি ভারতীয় উপমহাদেশের বাসিন্দাদের জন্য অতি সহজ।অন্য কোনো মাধ্যম থেকে অাপনি শিখলে জটিলভাবে শিখবেন।কিন্তু অামাদের ব্লগে তুলনামূলক সহজ উপায়ে স্পেনিশ কয়েকদিনে শিখতে পারেন।


    একটি মন্তব্য পোস্ট করুন (0)
    নবীনতর পূর্বতন