পাঠকদের উদ্দেশ্যে কিছু কথা।
অামরা স্পেনিশ ভাষা শিখতে চাই।কিন্তু শুধু বললেই তো হবে না।কাজেও করে দেখাতে হবে।এটি এই ব্লগের সর্বপ্রথম পোস্ট।এই পোস্টের মাধ্যমে অামি অাপনাদেরকে স্পেনিশ ভাষার বর্ণমালা শেখাবো।এর উচ্চারণ, ব্যবহার এবং লিখনরীতিও শেখাবো।তো এই বর্ণগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, ভুললে হবে না।বর্ণমালা মনে রাখতে তেমন কোনো কষ্ট হবে না কারণ, বর্ণগুলো ইংরেজির মতোই।তো কথা না বলে বর্ণগুলো নিচে দিলাম।
স্পেনিশ বর্ণমালা
| বর্ণ | উচ্চারণ | বাংলায় |
|---|---|---|
| A | অা | অা |
| Bb | বে | ব |
| Cc | সে | স |
| Ch | চে | চ |
| Dd | দে | দ |
| Ee | এ | এ |
| Ff | এফে | ফ |
| G | খে | য়া |
| Hh | অাচে | ও |
| Ii | ই | ই |
| Jj | খোতা | হ |
| Kk | কা | ক |
| Ll | এলে | ল |
| Mm | এমে | ম |
| Nn | এনে | ন |
| Ññ | এনে | ন |
| Oo | ও | ও |
| Pp | পে | প |
| কু | ক | |
| Rr | এররে | র |
| Ss | এস্সে | স |
| Tt | তে | ত |
| Uu | উ | উ |
| Vv | উবে | ব |
| Ww | উবে দোব্লে | W |
| Xx | একিস | ক্স |
| Yy | ই খ্রিয়েগা | ই |
| Zz | জেতা | জ |
বর্ণমালা সংক্রান্ত তথ্য
স্পেনিশ ভাষায় উপরে প্রদত্ত বর্ণমালা ব্যবহৃত হলেও অারো কিছু অতিরিক্ত ব্যবহার্য বর্ণ রয়েছে। বর্ণগুলোতে accent চিহ্ন ব্যবহৃত হয়। সেই চিহ্নগুলো হলো- á ä. এই চিহ্নগুলো কোনো বর্ণের উপরে থাকলে তা শ্বাসঘাত করে উচ্চারণ করতে হয়।
বিশেষ সাবধানতা
কিছু বর্ণ সতর্কতার সাথে উচ্চারণ করতে হয়।তার রূপের সাথে উচ্চারণের মিল থাকে না।
যেমন-
অাজকের পোস্ট এ পর্যন্তই ছিল।পরবর্তী পোস্টে নতুন বিষয় নিয়ে অালোচনা করবো।বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান।অথবা ফেসবুকে অামি
